Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / খেলা / টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশের সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সফরে সিরিজের দুইটি টেস্ট রাখা হয়েছে অ্যান্টিগা আর জ্যামাইকায়। সফরে টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলবে টাইগাররা।

সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে ৪ জুলাই। তার আগে অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এরপর ১২ জুলাই থেকে জ্যামাইকার সাবিনা পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

প্রায় ৪৮ দিনের ক্যারিবীয় মিশনে আগামী ২০ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সিরিজে থাকছে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

ওয়েস্ট ইন্ডিজে এটি বাংলাদেশের চতুর্থ সফর। সর্বশেষ টাইগাররা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গিয়েছিল ২০১৪ সালে, যে সফরে কোনো ফরমেটেই একটি জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি :

মাসতারিখ স্থান
জুলাই৪-৮প্রথম টেস্ট, অ্যান্টিগা
জুলাই১২-১৬দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা
জুলাই২২প্রথম ওয়ানডে, গায়ানা
জুলাই২৫দ্বিতীয় ওয়ানডে, গায়ানা
জুলাই২৮তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
জুলাই৩১প্রথম টি-টোয়েন্টি, সেন্ট কিটস
আগস্টদ্বিতীয় টি-টোয়েন্টি, ফ্লোরিডা
আগস্টতৃতীয় টি-টোয়েন্টি, ফ্লোরিডা

Comments

comments