Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে চলছে গণনা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে।

খুলনার নির্বাচনে মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী। আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক নৌকা এবং বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মিল হক হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু (কাস্তে) এবং জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান (লাঙ্গল) মেয়র পদে প্রার্থী হয়েছেন। তবে ভোটের লড়াইটা আওয়ামী লীগ আর বিএনপি প্রার্থীর মধ্যেই। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ ফলাফল-

মোট কেন্দ্র সংখ্যা: ২৮৯
প্রাপ্তফল: ৫০
আওয়ামী লীগ প্রার্থী: ২৮,৩৮৮
বিএনপি প্রাথী: ১৭,২৩০

Comments

comments