Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / দুর্ঘটনা / সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধি:  সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের দুই ভাইসহ তিন ও লক্ষ্মীপুরের কমলনগরের দুই ভাই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ফেনীর একজন রয়েছেন। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের একজনের পরিচয় পাওয়া যায়নি। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে নিহত দুই সহোদর হলেন চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারসংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)।

নিহত বাকিরা চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০), ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির মো. মহিউদ্দিন রাশেদ (৩৫)। নিহত অপরজন চৌদ্দগ্রামের বাসিন্দা। তবে নাম-পরিচয় জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহরে চাকরি করতেন এমরানুল হক, মুন্না ও সোহেল। মঙ্গলবার রাতের খাবার শেষে একই কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়।

সরেজমিন চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের দুই সহোদর এমরানুল হক সোহেল ও ইমামুল হক মুন্নার বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের মা সেলিনা বেগম মূর্ছা যাচ্ছেন।

Comments

comments