Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

জেলা প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আজমির বাজারের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) বি এম সামছুন নূর এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- চা দোকানদার শাহ মাহমুদ (৫৫) উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত দেছের আলীর ছেলে ও হোটেল কর্মচারী হাসিনা খাতুন (৫০) কায়েমকোলা এলাকার আমিরউদ্দিনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বিএম শামসুন নূর জানান, ময়মনসিংহ থেকে মাছবোঝাই একটি ট্রাক (যশোর-য-১১-০৩১৯) পাবনা যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকান ও হোটেলে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আহত হয় একজন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Comments

comments