স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই বিজ্ঞাপন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে এই দুই তারকার দল। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দারাবাদ ও মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানস।
এবারের আইপিএলে দুজনের অভিষেক হয়েছে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে। সাকিব আল হাসানের শুরুটা হয়েছে জয় নিয়ে। সেই জয়ে অবদানও রেখেছেন তিনি। কিন্তু হারের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানের। বোলিংয়েও ভালো করতে পারেননি কাটার মাস্টার। আইপিএলে দুই বাংলাদেশি প্রতিনিধি হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে যাচ্ছেন।
আসরের উদ্বোধনী ম্যাচে নাটকীয়ভাবে ১ উইকেটে হেরে যায় মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। ৩.৫ ওভার বল করে ৩৯ রানের খরচায় ১ উইকেট পান কাটার মাস্টার। সানরাইজার্স হায়দরাবাদের জয়ে সাকিবের অবশ্য ব্যাটে নামা লাগেনি। তবে বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রানের খরচায় তুলে গুরুত্বপূর্ণ ২ উইকেট। দুই দলেই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।