Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গোপনে গোপনে অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর তারা এখনও নির্বাচনের প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছে। আমরা তাদের তৃণমূলের খবর জানি।’ তিনি আরো বলেন, বিএনপি তাদের নির্বাচনী কর্মকাণ্ড ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছে। এতে অসুবিধার কোন কারণ নেই।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনে ইলিয়াস আলী মোল্লা বস্তির অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ও আসলামুল হক এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন সম্পর্কে জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জামিনের সঙ্গে সরকারের সমঝোতার কোন বিষয় নেই। আর কারাগারে তাকে গৃহপরিচারিকা দেওয়া ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার অনুমতি দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।

তিনি বলেন, বেগম জিয়ার জামিনের সঙ্গে সরকারের কোন সমঝোতার বিষয় নেই। দুর্নীতি মামলায় তার জেল হয়েছে আদালতের রায়ে, আবার এ মামলায় তিনি চার মাসের জামিন পেয়েছেন আদালতের রায়ে। এখানে সরকারের কোন কিছু করার নেই।
-বাসস।

Comments

comments