Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / কম দামে আসছে শাওমির স্মার্ট টিভি

কম দামে আসছে শাওমির স্মার্ট টিভি

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: কম দামে একটি স্মার্ট টিভি এনেছে চীনের শাওমি। মডেল মি টিভি ফোর। এই টিভি শিগগিরই ভারতসহ এশিয়ার অনেকগুলো দেশেই পাওয়া যাবে। এর দাম হবে ১৭ হাজার টাকার মত।

শাওমির সাশ্রয়ী দামের এই টিভি ৩২ ইঞ্চি ডিসপ্লে। ফুল ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই টিভিতে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৪ জিবি রম। এতে ডলবি ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে।

এই টিভির সফটওয়ারে রয়েছে ডিপ লার্নিং এআই। যার মাধ্যমে সম্পূর্ণভাবে বদলে যাবে আপনার টিভি দেখার অভিজ্ঞতা । এছাড়াও এই টিভির সাথে পাবেন ৫ লক্ষ ঘন্টার কনটেন্ট। কোম্পানি জানিয়েছে এই কনটেন্টের প্রায় ৮০% গ্রাহকরা বিনামূল্যে দেখতে পাবেন।

Comments

comments