Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল: ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ শাখার আয়োজনে সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ মোকাবেলায় ও গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় দমকল বাহিনী এক মহড়া প্রদর্শণ করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন প্রমূখ।

Comments

comments