Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / শাওমি নিয়ে এলো ফুলস্ক্রিন ডিসপ্লের ‘সেরা সাশ্রয়ী’স্মার্টফোন

শাওমি নিয়ে এলো ফুলস্ক্রিন ডিসপ্লের ‘সেরা সাশ্রয়ী’স্মার্টফোন

স্মার্টফোনের দুনিয়ায় ফুলস্ক্রিন ডিসপ্লের নতুন স্মার্টফোন এনেছে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটার সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড। রোববার দেশের বাজারে উন্মুক্ত হয়েছে শাওমির নতুন মডেল রেডমি ফাইভ প্লাস।

৫ দশমিক ৯৯ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম রয়েছে। ধাতব কাঠামোর ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ফ্ল্যাশ লাইট।

এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপ ড্রাগন ৪২৫ কোয়াড-কোর প্রসেসর।

পাশাপাশি এর ইন্টারনাল মেমোরি ১৬ জিবি।

বাংলাদেশে তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহাকারীদের মাঝে বর্তমানে শাওমি চাহিদার শীর্ষে অবস্থান করছে। সেজন্য বাজার চাহিদাকে মাথায় রেখে সাশ্রয়ী মূল্যের এই মডেলটি অবমুক্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাতে আরও বলা হয়েছে, এটা এ যাবৎকালের ‘সেরা সাশ্রয়ী’ স্মার্টফোন।

ফোনটি ম্যাট ব্ল্যাক ও গোল্ডেন- এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

ফোনটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।

kiksha.com থেকে পাওয়া যাবে ফোনটি। এ ছাড়া কিকশা থেকে ক্রেতারা মাসিক সর্বনিম্ন ৫৬৯.৬৮ টাকা কিস্তি সুবিধা নিতে পারবেন।

Comments

comments