জেলা প্রতিনিধি: নরসিংদীর মাধবদী উপজেলার মেঘনা বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।
নিহতরা হলেন-উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)।
রোববার সকাল ৯টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন।
এসআই নাছির উদ্দিন আরও জানান, সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ওই তিনজনসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে।