Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / কথা সাহিত্যিক শওকত আলী গুরুতর অসুস্থ

কথা সাহিত্যিক শওকত আলী গুরুতর অসুস্থ

অনলাইন ডেস্ক: বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত আলী গুরুতর অসুস্থ। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ৮১ বছর বয়সী এই সাহিত্যিকের ছেলে আসিফ শওকত কল্লোল জানান, আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার সার্বিক অবস্থা নিয়ে সন্ধ্যা ৬টায় চিকিৎসকরা ব্রিফ করবেন বলেও জানান কল্লোল।

এর আগে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত এই সাহিত্যিককে বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে আসিফ শওকত জানান, আগে থেকেই বাবার কিডনি, হার্ট ও ফুসফুসে সমস্যা ছিল। রক্তে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেসব সমস্যার মাত্রাও আরও বেড়েছে।

তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় শওকত আলীকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

comments