Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জাতীয় / বিজয় দিবসে বিশেষ ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে বিশেষ ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল সাতটা ৪০ মিনিটে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেসসচিব ইহসানুল করিম, ডাকসচিব শ্যাম সুন্দর সিকদার, ডাকবিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

comments