Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক :: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আয়েশা আক্তার (৫০) নামের এক নারী ও তার শিউলী আক্তারের (৩০) মৃত্যু হয়েছে।

গতকাল (বুধবার) রাত পৌনে ৮টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৫ নম্বর ব্রিজের উত্তর পাশে পূর্বধলা উপজেলার বাড়হা উত্তরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আয়েশা পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাছের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসার জন্য রেল লাইন পার হচ্ছিলেন আয়েশা আক্তার ও তার মেয়ে শিউলী। শিউলী রেল লাইনটি পার হলেও তার মা রেল লাইনে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫ নম্বর আপ ট্রেন চলে আসে। এতে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মা-মেয়ে দুইজনই।

পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

comments