Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / নাচোলের নেজামপুরে আওয়ামী ছাএলীগের কমী সমাবেশ অনুষ্ঠিত

নাচোলের নেজামপুরে আওয়ামী ছাএলীগের কমী সমাবেশ অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার  ৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদে গতকাল রবিবার বিকাল চারটায় বিভিন্ন কমসূচীর মাধ্যমে কমী সমাবেশ অনুষ্ঠিত হয়। নেজামপুর ইউনিয়ন ছাএলীগের সভাপতি উত্তম কুমার দিপুর সভাপতিত্বে আওয়ামী ছাএলীগের কমী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো:সাকিউল ইসলাম সাকিল সভাপতি বাংলাদেশ ছাএলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো:আবদুল্লাহ্ আল মাহমুদ শোভন সভাপতি বাংলাদেশ ছাএলীগ নাচোল উপজেলা শাখা, আরো উপস্হিত ছিলেন নাহিদ শিকদার রুবেল সহসভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা,ফয়সাল আহম্মদ যুগ্ন সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, আলমগীর কবির ইউসুফ সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, এছাড়াও শামীম সারোয়ার ইউসুফ আলী সহ প্রমুখ।

Comments

comments