Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / বিনোদন / অনন্ত-বর্ষার ঘরে নতুন অতিথি

অনন্ত-বর্ষার ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক: ঢালিউডের তারকা দম্পতি অনন্ত-বর্ষার ঘর আলো করে আবারো জন্ম নিয়েছে পুত্রসন্তান। গেল ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন অনন্ত-বর্ষা। নবজাতক ও মা দু’জনেই সুস্থ আছেন জানান অনন্ত জলিল। তাদের দ্বিতীয় পুত্রসন্তানের নাম রেখেছেন আবরার ইবনে জলিল।

অনন্ত জলিল তার ফেসবুকের ভেরিফাইড পেইজে ছবিসহ এই খুশির সংবাদ সকলকে আজ সোমবার সকালে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম,আমার ছোট ছেলে -আবরার ইবনে জলিল। আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি । আমি অনেক আনন্দিত । তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে । বন্ধুগন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।’

এর আগে চলতি বছর আগস্টে চিত্রনায়িকা বর্ষা একটি ফেসবুকে পোস্টে লিখেছিলেন ‘আলহামদুলিল্লাহ আই ডিড ইট অ্যাগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি। আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন অনন্ত ও বর্ষা। পুত্রসন্তানের নাম রাখেন আরিজ।

উল্লেখ্য, ২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের। তার প্রযোজিত ও অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। আর সবকটি ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন বর্ষা।

Comments

comments