Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / শিক্ষা / চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল ১ কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়।
ফলাফল চুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে ক গ্রুপে (প্রকৌশল বিভাগগুলো) উত্তীর্ণ ৬৭০ জনের মেধাতালিকা ও ২৩৩০ জনের অপেক্ষমাণ তালিকা এবং খ গ্রুপে (স্থাপত্য বিভাগ) উত্তীর্ণ ৩০ জনের মেধাতালিকা এবং ৮৯ জনের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া উপজাতীয় ও রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনে নয়জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। ২২ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

গত ১ নভেম্বর চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৬৫৯ শিক্ষার্থী অংশ নেন। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন ৮৫৩৩ জন ভর্তীচ্ছু। সে হিসেবে ভর্তি পরীক্ষায় অংশ নেননি ২৮৭০ জন। পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৬৬ দশমিক ৩৬ শতাংশ।

Comments

comments