Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / সিলেটে পাহাড়ধসে নিহত ৪

সিলেটে পাহাড়ধসে নিহত ৪

জেলা প্রতিনিধি:  সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। আজ ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন, জাকির (১৬) নাহিদ (১৩) শাকিল (১২) ও মারুফ (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পাথরের গর্তে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন।

Comments

comments