Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / বাজারে স্মার্টওয়াচ ছাড়লো নকিয়া

বাজারে স্মার্টওয়াচ ছাড়লো নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: অ্যানড্রয়েডের মোড়কে নকিয়ার ফোন বাজারে আসতেই চমক ফেলেছে। এবার নকিয়ার স্মার্টওয়াচ বাজারে আসার খবর মিললো। ইতোমধ্য বাজারে মিলছে নকিয়া সুদৃশ্য এই ওয়াচ।

বেশ কয়েকটি মডেলে পাওয়া যাবে নকিয়ার স্মার্টওয়াচ। এর মধ্যে মিলছে স্টিল, গো এবং স্টিল এইচআর। গো মডেলটির দাম হাতের নাগালেই।

নকিয়া স্টিল এইচআর ওয়াচটিতে রয়েছে ওলিড ডিসপ্লে। আপনার কাজকর্ম ট্র্যাক করতে পারে এটি। ধরে ফেলবে স্লিপ প্যাটার্নও। এতে রয়েছে হার্ট রেট সেন্সর। বলা হচ্ছে এর ব্যাটারি প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করে যাবে। থাকছে স্মার্ট ওয়েক আপের সুবিধা।

ভারতের বাজারে ওয়াচটির দাম ১২ হাজার ৬৩৯ রুপি। এতে ২৪/৭ সেমলেস ট্রেকিং সুবিধা পাওয়া যাবে। ফলে হাঁটাচলা, সাঁতারসহ আরও ১০টি কাজ করতে পারবেন।

ওয়াজটি কব্জিতে পরিধান করে দূর কী হাঁটলেন। কত ক্যালোরি খরচ হল বলে দেবে। এছাড়াও এতে স্লিপ মনিটরিং, স্লিপ সাইকেল অ্যানালাইসিস, সাইলেন্ট ভাইব্রেটিং অ্যালার্ম, স্মার্ট ওয়েকআপ ফিচার রয়েছে।

ওয়াচটি দিয়ে অটোমোটিক সিঙ্কোনাইজেশন করা যাবে। আপনার স্মার্টফোনে ফ্রি হেলথ মেট অ্যাপের মাধ্যমে ট্রেন্ডস ও ডাটা ভিজুয়ালাইজ করবে।

Comments

comments