Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / খেলা / প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম

প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় টাইগারদের সামনে এখন ওয়ানডে পরীক্ষা। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। আর এ ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে নামতে পারেন ওপেনার তামিম ইকবাল।
তামিমের খেলা নিয়ে প্রধান নির্বাচক জানান, তামিম এখন সুস্থবোধ করছে। সে নেটে ব্যাটিং অনুশীলন করেছে। প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি টেস্ট ম্যাচে বাঁ-পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় ফের সেখানেই ব্যথা পান এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচ শেষে পচেফস্ট্রুমে স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার বলেন এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের কথা। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি দেশসেরা এই ওপেনারের।

তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।

Comments

comments