Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / খেলা / যেসব পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল

যেসব পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে। তারপর দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস এবং ২৫৪ রানের পরাজয়ে ২-০ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা।

টেস্ট সিরিজ শেষে এখন টাইগারদের সামনে ওয়ানডে মিশন। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে মাশরাফি বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার মূল লক্ষ্য হলো একটি হতাশাজনক সিরিজের পর দলে চাঞ্চল্য ফিরিয়ে আনা।

এই প্রস্তুতে ম্যাচে টাইগার ওপেনার তামিম ইকবালের খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও টিম ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে তামিমের খেলার ভালো সুযোগ রয়েছে। তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টাইগাররা।

বাঁ পায়ের উরুর মাংশপেশিতে চোটের কারণে ব্লুমফন্টেইন টেস্ট বাইরে বসে দেখেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। টেস্ট সিরিজের আগেই একই জায়গায় ইনজুরির শিকার হন তিনি। তবে বিশ্রাম নিয়ে ফিটনেস ফিরে পেলেও পচেফস্ট্রুম টেস্টে ফিল্ডিংয়ের সময় ফের চোট পান তামিম। যার কারনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি।

ওয়ানডে সিরিজে তামিমকে ফিরে পেতে মরিয়া বাংলাদেশ দল। এদিকে টেস্ট সিরিজ না খেললেও দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্রাম শেষে ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ফিরে আসাতে দলে বাড়তি চাঞ্চল্য বিরাজ করবে বলে আশাবাদী টাইগার সমর্থকরা।

বাংলাদেশ দলঃমাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও মুমিনুল হক

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশঃজেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজটেক, এমবুলেলো বুডাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বেরান হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মালডার, মালুসি সিবোটো, খায়া জন্ডো।।

Comments

comments