Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / রংপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রংপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: রংপুর নগরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নগরীর বাহারকাছনা এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হচ্ছে- বাহারকাছনা এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে সোহাত (৩) ও মজনু মিয়ার ছেলে জিম (৩)।

নগরীর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানি জানান, সকাল থেকে শিশু দুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২ টার দিকে এলাকাবাসী শিশু দুটির লাশ বাড়ির পাশে পুকুরে ভাসতে  দেখে। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়েছে। থানার অনুমতি নিয়ে তাদের দাফন করা হবে।

Comments

comments