Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / বিনোদন / দর্শক অনুরোধে বৃহস্পতি, শুক্র ও শনি ফের ‘বড় ছেলে’

দর্শক অনুরোধে বৃহস্পতি, শুক্র ও শনি ফের ‘বড় ছেলে’

বিনোদন ডেস্ক: ঈদে প্রচারিত ‘বড় ছেলে’ নাটকটি সবার মনে নাড়া দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের প্রতি বড় ছেলের দায়িত্ববোধ নাটকটির মূল গল্প। সেটাকেই হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে আলোচনা শুরু হয়। শেয়ারও হয় প্রচুর। নির্মাতাকে প্রশংসায় ভাসিয়ে দেন দর্শকরা। অনেকেই আবার টেলিভিশনে নাটকটি প্রচার করার দাবি করেন। দর্শকের সেই দাবি মেনে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন রাত ১১টায় বিরতিহীনভাবে নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন।

এ বিষয়ে নির্মাতা আরিয়ান বলেন, ‘খবরটি প্রথম শুনি আমার মায়ের কাছ থেকে। টেলিভিশনে স্ক্রল নিউজ দেখে তিনি আমাকে জানান। এরপর প্রডিউসারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই। এটা আমার জন্য অনেক বড় আনন্দের। ’

 

Comments

comments