Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / সুনামগঞ্জে বন্যায় ক্ষতি গ্রস্থদের পাশে এমপি পীর মিছবাহ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতি গ্রস্থদের পাশে এমপি পীর মিছবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ছুটে গেছেন সুনামগঞ্জ-০৪(সদর ও শ্বিম্ভরপুর) সাংসদ সদস্য এডঃ পীর ফজলুর রহমান মিছবাহ। তিনি আজ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন। এসময় দলীয় কর্মীরা উপস্থিত ছিল। পরে তিনি উপজেলা প্রশাসন,উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিশ্বম্বরপুর উপজেলায় বৈঠক করেন এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে সর্তক থাকার নির্দেশ দেন। সেই সাথে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতার হাত বাড়াতে সবাইকে নির্দেশ দেন। সুনামগঞ্জ-০৪(সদর ও শ্বিম্ভরপুর) সাংসদ সদস্য এডঃ পীর ফজলুর রহমান মিছবাহ বলেন,বন্যা পরিস্থিতি যতই অবনতি হউক না কে সবাই সর্তক থাকলে সকল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আমি সব সময় ক্ষতিগ্রস্থদের পাশে আছি থাকব।

Comments

comments