Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / বাহুবলে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, নিহত ২

বাহুবলে ইমাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি:  হবিগঞ্জ জেলার বাহুবলে মসজিদ কমিটি ও ইমাম পরিবর্তনের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের সাবু মিয়ার ছেলে লন্ডন প্রবাসী কবির মিয়া আখুঞ্জি (৫৫) ও একই গ্রামের মতিন মিয়া (৫০)। আহতদের বাহুবল, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার জুম্মার নামাজে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়।

এরই জের ধরে শনিবার সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পরে তারা। এ ঘটনায় আহতদের মধ্যে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কবির মিয়া এবং সিলেটে নেওয়ার পথে মতিন মারা যান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

Comments

comments