Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / স্বাস্থ্য / ফোর্বসে বাংলাদেশের ‘ডক্টোরোলা’

ফোর্বসে বাংলাদেশের ‘ডক্টোরোলা’

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের স্টার্টআপ কোমপানির (সম্ভাবনাময় প্রতিষ্ঠান) তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ কোমপানি ‘ডক্টোরোলা’।ওই তালিকায় পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে মোট ৮টি কোমপানির নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ডক্টোরোলা স্থান পেয়েছে ৬ নম্বরে।

ডক্টোরোলা ডটকম নিয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ডক্টোরোলা হচ্ছে এমন একটি উদ্যোগ যা এর ব্যবহারকারীদের ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসকদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়। কোমপানিটির বয়স মাত্র দেড় বছরের একটু বেশি। তবে এর মধ্যেই কোমপানিটি ব্যাপক গতিতে বেড়ে উঠছে ও দৃঢ়তা অর্জন করেছে।

বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। আর ডক্টোরোলা এর ব্যবহারকারীদেরকে স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের খুঁজে বের করতে সাহায্য করবে। তালিকাটিতে ডক্টোরোলা ছাড়াও স্থান পেয়েছে যথাক্রমে, এথলেটিজেন, লজি, হটমার্ট, কালিকো, ফোরেজার, ম্যাজিক লিপ, এক্সপেন্সিফাই।

ফোর্বসের প্রতিবেদনটিতে বলা হয় এমাজন, এপল, গুগলসহ বর্তমান বিশ্বের বড় বড় সব কোমপানিগুলো একসময় স্টার্টআপ কোমপানি হিসেবেই যাত্রা শুরু করেছিল। আর সেখান থেকে ধীরে ধীরে বড় হয়ে আজ কোটি কোটি ডলারের ব্যবসায় পরিণত হয়েছে।

প্রযুক্তির জগতে উদ্ভাবন ও সৃজনশীলতার সংমিশ্রণে তৈরি নতুন সফটওয়ার-ভিত্তিক সমাধান প্রতি বছরই এরকম ডজনখানেক স্টার্টআপ কোমপানির জন্ম দেয়। কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা বৈশ্বিক প্রতিযোগিতায় এর মধ্যে খুব কম সংখ্যকই পরবর্তীতে টিকে থাকতে পারে। দ্রুত গতিতে বেড়ে উঠা ও তাৎক্ষণিক সফলতার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যাওয়া যেকোনো স্টার্টআপ কোমপানিরই দরকার নজরে পড়ার জন্য নতুন কিছু নিয়ে আসা।

Comments

comments