Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home / জেলার খবর / শরীয়তপুরে পদ্মায় ট্রলারডুবি, শিশুসহ নিখোঁজ ৩

শরীয়তপুরে পদ্মায় ট্রলারডুবি, শিশুসহ নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি:  শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঈশ্বরকাঁঠি এলাকার পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো, জাজিরা উপজেলার হাওলাদার কান্দি গ্রামের দেলোয়ার হাওলাদারের শিশু কন্যা আয়েশা (৩), একই গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে রুমান (১৫) ও আকনকান্দি গ্রামের জবেদ আলী আকন্দের স্ত্রী শিরিয়া বেগম (৬০)।

এদের সন্ধানে স্থানীয় ফায়ার সাভির্স কর্মীরা ও এলাকাবাসী অভিযানে নেমেছে বলে খবর পাওয়া গেছে।

দুর্ঘটনাকবলিত ট্রলারচালক দেলোয়ার জানান, প্রচণ্ড স্রোতের কারণে ট্রলারটি ঈশ্বরকাঁঠি এলাকায় ডুবে যায়। তিনিসহ কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন। অন্যদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে তিনজন।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, ট্রলারটি ৩০ জন যাত্রী নিয়ে নড়িয়া মূলফৎগঞ্জ থেকে জাজিরা যাচ্ছিল। পথে পদ্মায় প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে ঈশ্বরকাঁঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়।

Comments

comments